কোহলি খেলবেন বলে রঞ্জির ম্যাচে দিল্লিতে টইটুম্বুর গ্যালারি

Virat Kohli

টেস্ট ম্যাচেও অনেক সময় গ্যালারি থাকে ফাঁকা, সেই জায়গায় রঞ্জি ট্রফির ম্যাচ হাজারখানেক দর্শক গ্যালারিতে থাকাও বড় বিষয়। কিন্তু বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়ে-দিল্লির রঞ্জি ট্রফির ম্যাচে গ্যালারি দেখা গেল ঠাসা, এমনকি মাঠে ঢুকতে না পারা দর্শকদের সংখ্যাও বিপুল। অনুমিত একটাই কারণ, এই ম্যাচ দিয়ে যে ১২ বছর পর রঞ্জিতে ফিরেছেন বিরাট কোহলি।

বিসিসিআই'র টেস্ট ক্রিকেটারদের রঞ্জি খেলার নির্দেশ দেওয়ার পর কোহলিকেও এক যুগ পর নামার সিদ্ধান্ত নিতে হয়। রেলওয়ের বিপক্ষে তার নামার খবর কদিন ধরেই মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা যাচ্ছিলো। এমনকি দিল্লির অনুশীলনেও কদিন ধরে হচ্ছিল বিপুল ভিড়। আঁচ করা যাচ্ছিলো ম্যাচে তার প্রভাব পড়বে, হয়েছেও তাই।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে  বৃহস্পতিবার ভোর থেকেই গ্যালারিতে আসন পেতে লাইনে দাঁড়ান বিপুল মানুষ। সকাল থেকেই ভরে যায় গ্যালারি। আইনশৃঙ্খলা বাহিনীকে এজন্য খেতে হয় হিমশিম। হুড়োহুড়িতে ঘটে আহত হওয়ার ঘটনা।

দর্শক আগ্রহ বিবেচনায় দিল্লি-রেলওয়ের ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয় জিও সিনেমা। সকালে টসে জিতে দিল্লির অধিনায়ক আয়েশ বাদনি রেলওয়েকে ব্যাট করতে পাঠান। ফিল্ডিং করা কোহলিকে দেখতেই ছিলো মানুষের ভিড়। ম্যাচ চলার সময় এক দর্শক মাঠে ঢুকে পরে কোহলিকে প্রণাম করে।

কোহলির ব্যাট করার সময় মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই বাড়বে।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

More than 100 students were injured, with about 20 in critical condition sent to Chattogram Medical College Hospital

7m ago