আমি বা আসিফ এখনো পদত্যাগের সিদ্ধান্ত নিইনি, নিলে নিজেরাই জানাব: নাহিদ ইসলাম

পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা দেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

একটি দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, 'প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।'

তিনি বলেন, 'এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব।'

'এমন কোনো সিদ্ধান্ত আমার বা আসিফের জায়গা থেকে হয়নি। আমরা সরকারের কার্যক্রম করছি,' বলেন উপদেষ্টা নাহিদ।

তিনি আরও বলেন, 'কথার প্রেক্ষিতে বলেছিলাম যে, আমরা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলে যোগ দেবো না। আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও করিনি।'

'পত্রিকার খবরে উৎস পরিষ্কার করেনি। তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল,' যোগ করেন তিনি।    

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

1h ago