কানাডা-মেক্সিকোর পণ্যে কাল থেকে ২৫ শতাংশ ‘ট্রাম্প শুল্ক’

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি: এএফপি
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি: এএফপি

ক্ষমতা গ্রহণের আগে থেকেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, তিনি ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এই সিদ্ধান্ত বহাল রাখার কথা নিশ্চিত করেছেন রিপাবলিকান পার্টির এই নেতা।

আজ শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, পূর্বঘোষণা অনুযায়ী তিনি কাজ করবেন। অর্থাৎ আগামীকাল শনিবার থেকেই দেশ দুটি থেকে আসা পণ্যের ওপর এই 'ট্রাম্প শুল্ক' আরোপিত হতে চাচ্ছে।

তবে ট্রাম্প জানিয়েছেন, ওই দুই দেশ থেকে আসা তেলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

সাংবাদিকদের কাছে কানাডা ও মেক্সিকোর পণ্যে এমন শুল্ক আরোপের উদ্দেশ্য ব্যাখ্যা করেন ট্রাম্প।

তিনি বলেন, তার এই উদ্যোগের উদ্দেশ্য বিপুলসংখ্যক নথিবিহীন অভিবাসী আসার বিষয়টি সামাল দেওয়া। যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে ফেন্টানিল (মাদক) আসা বন্ধ করা। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্যঘাটতি কমানোও অন্যতম উদ্দেশ্য।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি এখনো চীনের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করেননি।

চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, চীনা পণ্যের ওপর নতুন শুল্কের পরিমাণ ১০ শতাংশ হবে। তবে ট্রাম্প এখনও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

ট্রাম্প বলেন, চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ব্যাপারেও তিনি চিন্তাভাবনা করছেন। কারণ, চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ঢুকছে। এর কারণে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মৃত্যু হচ্ছে।

তাই চীনা পণ্যের ওপরও শুল্ক বসবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাহী আদেশে ট্রাম্পের সাক্ষর এখন অনেকের দুঃস্বপ্নের কারণ । ছবি: এএফপি
নির্বাহী আদেশে ট্রাম্পের সাক্ষর এখন অনেকের দুঃস্বপ্নের কারণ । ছবি: এএফপি

নির্বাচনী প্রচারকালে ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

কিন্তু হোয়াইট হাউসে আসার প্রথম দিনে তিনি এ ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ নেননি। বরং তিনি তার প্রশাসনকে বিষয়টি যাচাই–বাছাই ও পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।

Comments

The Daily Star  | English

US collects over $1 billion a year in tariffs on Bangladeshi goods: CPD  

The CPD said Bangladesh imposes customs and other duties averaging 6.2 percent on US imports

57m ago