চট্টগ্রামে বসতবাড়িতে আগুনে দম্পতির মৃত্যু, আহত ৩

স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রাম নগরের বালুয়ার দীঘির পাড় এলাকায় বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।

আজ সোমবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে জাফর কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে মৃত ব্যক্তিরা হলেন-- মো. ইলিয়াস (৫৫) এবং পারভীন আক্তার (৪৮)

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে জানান, আগুনে যে দুজন মারা গেছেন তারা স্বামী-স্ত্রী।

তিনি জানান, সকালে জাফর কলোনিতে একটি আধা-পাকা বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভানো হয়।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডে আহত পাঁচ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং তিনজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

Comments