কোন দেশে কোথায় দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

champions trophy tv coverage

আইসিসির আরেকটি বৈশ্বিক আসর দুয়ারে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইতে খেলা হবে ৯ মার্চ পর্যন্ত। ৮ দলের আসরে ১৫ ম্যাচ শেষে হবে শিরোপার মীমাংসা।

ওয়ানডে সংস্করণের শীর্ষ দলগুলোর জমজমাট লড়াই টিভি কিংবা ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে দুনিয়ার সব প্রান্ত থেকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারের বিস্তারিত প্রকাশ করেছে।

সম্প্রচার বিস্তারিত (টিভি ও ডিজিটাল প্লাটফর্ম)

বাংলাদেশ: নাগরিক টিভি ও টি-স্পোর্টস। ওটিটি- টফি অ্যাপ।

ভারত: জিওস্টার (হটস্টার পোর্টাল, স্টার নেটওয়ার্কের ১৮টি চ্যানেল)

পাকিস্তান: পিটিভি ও টেন স্পোর্টস। ওটিটি- মাইকো ও তামাশা অ্যাপ।

সংযুক্ত আরব আমিরাত: ক্রিকলাইফ ম্যাক্স ও ক্রিকলাইফ ম্যাক্স ২, ওটিটি- স্টার্যপ্লে।

যুক্তরাজ্য:  স্কাই স্পোর্টস, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস একশন। ওটিটি- স্কাই গো, নাও, স্কাই স্পোর্টস অ্যাপ।

যুক্তরাষ্ট্র ও কানাডা: উইলো টিভি। ওটিটি: ক্রিকবাজ অ্যাপ।

ক্যারিবিয়ান আইল্যান্ডস: ইএসপিএন ক্যারিবিয়ান অন টিভি। ওটিটি: ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপ।

অস্ট্রেলিয়া: প্রাইম ভিডিও।

নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড, ওটিটি: স্কাই গো, নাও।

দক্ষিণ আফ্রিকা ও শাহারান অঞ্চল: সুপারস্পোর্ট ও সুপারস্পোর্ট অ্যাপ।

আফগানিস্তান: এটিএন।

শ্রীলঙ্কা: মহারাজা টিভি। ওটিটি: সিরাসা।

রেডিও

বাংলাদেশ: রেডিও স্বাধীন ৯৪.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এফএম।

যুক্তরাজ্য: বিবিসি রেডিও ৫ স্পোর্টস এক্সট্রা।

ভারত: সর্বভারতীয় বেতার।

পাকিস্তান: হাম ১০৬.২ এফএম।

সংযুক্ত আরব আমিরাত: টক ১০০.৩ এফএম বিগ ১০৬.২ এফএম।

শ্রীলঙ্কা: লাখান্দা রেডিও।

এছাড়া আইসিসি টিভি থেকে খেলা দেখা যাবে সাবস্ক্রিপশন নিয়ে। আইসিসির ওয়েবসাইট থেকে খেলার অডিও ধারাবিবরনী শোনা যাবে বিনামূল্যে।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

17h ago