পাকিস্তান আর বাবরকে নিয়ে আমিরের চ্যালেঞ্জ

mohammad amir
মোহাম্মদ আমির। ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কি স্বস্তিতে আছে স্বাগতিক পাকিস্তান? প্রস্তুতিমূলক ত্রিদেশীয় টুর্নামেন্ট জিততে না পারায় স্বস্তি থাকার কথা। লম্বা সময় রান খরায় থাকা বাবর আজম তো আগে থেকেই আছেন অস্বস্তিতে। তবে অবসরে যাওয়া পেসার মোহাম্মদ আমির দিলেন চ্যালেঞ্জ। পাকিস্তান ও বাবর ভালো করবেন বলে প্রবল আত্মবিশ্বাসী তিনি।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে শিরোপা জেতে পাকিস্তান। স্বাগতিক হিসেবে এবার শিরোপা ধরে রাখার সুযোগ তাদের। তবে দলটিকে নিয়ে শক্ত করে বাজি ধরার উপায় নেই।

সম্প্রতি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের প্রত্যাশিত ফল না করার পেছনে বাবরের মতন তারকার রান খরাও বড় কারণ। ওয়ানডেতে সবশেষ ২১ ইনিংসে সেঞ্চুরি নেই তার। ত্রিদেশীয় সিরিজেও রান পাননি তিনি। বাকি দুই সংস্করণেও বাবরের আগের সেই দাপট এখন ম্লান।

তবে এসব নিয়ে সমর্থকদের দুশ্চিন্তা না করতে বলছেন আমির। তিনি বরং দল ও বাবরের ভালো করা নিয়ে নিশ্চিত, 'কেউ চিন্তা করবেন না। পাকিস্তান দল ও বাবর আজম চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করবে ইনশাল্লাহ। আমার কথা লিখে রাখেন।'

করাচিতে ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইতে গিয়ে খেলবে তারা। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক দল।

Comments

The Daily Star  | English
Yunus goes to Vatican for Pope Francis funeral

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

38m ago