'নতুন রদ্রি' পেয়ে গেছে ম্যানসিটি

এসিএল ইনজুরিতে পরে গত সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে ম্যানচেস্টার সিটির মাঝ মাঠের প্রাণ ভোমরা রদ্রি। আর তার অনুপস্থিতি সিটির পারফরম্যান্সে দারুণভাবে প্রভাব ফেলেছে। মাঝে তো তারা জিততেই ভুলে গিয়েছিল। ১৩ ম্যাচের নয়টিতেই হেরেছিল দলটি। তবে আগের দিন নিউক্যাসলের বিপক্ষে দাপুটে এক জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে সিটিজেনরা।
শনিবার রাতে ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই জানুয়ারিতে কিনে আনা ওমর মারমুশ। তবে এই এই মিশরীয় তারকার হ্যাটট্রিকের পরও সকল আলোচনা আরেক নতুন সাইনিং নিকো গঞ্জালেসকে নিয়ে। ঠিক রদ্রির মতোই ম্যাচের নিয়ন্ত্রণ করেছেন এই তরুণ।
অথচ সিটির হয়ে আগের দিনই অভিষেক হয়েছে গঞ্জালেসের। তার এমন পারফরম্যান্সে কোচ পেপ গার্দিওলা বিশ্বাস করেন যে, এই ২৩ বছর বয়সী ফুটবলারই রদ্রির অনুপস্থিতি পূরণ করতে পারবেন। দলবদলের শেষ দিনে পোর্তো থেকে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিটিতে যোগ দেন গঞ্জালেস। তবে খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি।
ম্যানসিটির চলতি মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্সে গঞ্জালেসকে নিয়ে গার্দিওলা বলেন, 'নিকোর উপস্থিতি আমাদের অনেক সাহায্য করেছে। ক্লাব ভবিষ্যতের জন্য দুর্দান্ত মানসিকতার একজন খেলোয়াড়কে দলে এনেছে। সে বার্সেলোনার একাডেমিতে বেড়ে উঠেছে, যেখানে খেলোয়াড়দের শরীরের ভঙ্গিমা, বল পাসের কৌশল ও টেকনিক শেখানো হয়, যা বিশ্বের সেরা।'
'পোর্তোতে কোচ সার্জিও কনসেইসাও তাকে আরও আক্রমণাত্মক ও স্মার্ট হতে শিখিয়েছেন এবং বিভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম করেছেন। সে মাত্র ২৩ বছরের, যেন এক ছোট্ট রদ্রি! তার ব্যক্তিত্বও অসাধারণ। এমনকি ম্যাচের এক পর্যায়ে সে আর্লিং হালান্ডকে নির্দেশ দিচ্ছিল – এটা করো, ওটা করো। এই দৃশ্যটা ভালো লেগেছে, কারণ এতে বোঝা যায়, আগামী ছয়-সাত বছর আমরা রদ্রি ও গঞ্জালেস দুজনকেই পাবো। এর ফলে আমাদের দল আরও স্থিতিশীল হবে, যা এই মৌসুমে আমরা বেশ মিস করেছি,' যোগ করেন এই কোচ।
২০২৩-২৪ মৌসুমে ম্যান সিটির হয়ে ৫০টি ম্যাচে অংশ নিয়েছেন রদ্রি, যেখানে সিটি জিতেছে ৩৮টি ম্যাচ। বাকি ম্যাচের ১১টিতে ড্র এবং কেবল মাত্র ১টি পরাজয় বরণ করেছে তারা। অন্যদিকে, রদ্রির অনুপস্থিতিতে সিটি ৯টি ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছিল। আর এই আসরে তো যাচ্ছেতাই অবস্থা। গঞ্জালেসের উপস্থিতি তাই বড় স্বস্তি দলটির জন্য।
Comments