কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি হয়নি এমপি সুবিধায় আনা ২৪ গাড়ি

চট্টগ্রাম কাস্টমস হাউজে নিলামের অপেক্ষায় থাকা গাড়ি। ছবি: মোহাম্মদ সুমন/স্টার

সংসদ সদস্য সুবিধায় আনার পর আটক ২৪টি গাড়িসহ মোট ৪৩টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। 

তবে নিলামে ক্রেতারা আগ্রহ দেখিয়েছেন ৩৫টি গাড়ির বিষয়ে। এই ৩৫ গাড়ির বিপরীতে আবেদন পড়েছে ১৪৩টি।

চলতি মাসের প্রথম সপ্তাহে মোট ৪৩টি গাড়ির জন্য নিলাম বিজ্ঞপ্তি দেয় চট্টগ্রাম কাস্টমস হাউজ। গতকাল রোববার পর্যন্ত দরদাতারা তাদের আবেদন জমা দেন।

এর মধ্যে এমপি সুবিধায় আনা মোট ৯টি গাড়ি কেনার বিষয়ে কোনো আবেদন জমা পড়েনি।

কাস্টমস কর্মকর্তারা জানা, এমপি সুবিধার আনা গাড়ির রিজার্ভ ভ্যালু অর্থাৎ আমদানি ব্যায় ও শুল্কসহ দাম ছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। প্রথম নিলামে রিজার্ভ ভ্যালুর ৬০ শতাংশ না ওঠায় একটি এমপি সুবিধার গাড়িও বিক্রির সুযোগ নেই।

নিলামে খুলনা-৩ আসনের সাবেক এমপি এস এম কামাল হোসাইনের গাড়িটির মূল্য উঠেছে ৩ কোটি ১০ লাখ টাকা। 

এমপি সুবিধা ছাড়া আনা বাকি গাড়িগুলোর দর পাওয়া গেছে ২ লাখ থেকে ১ কোটি ৩৭ লাখ টাকা।

এনবিআরের তথ্যে দেখা গেছে, এমপি সুবিধায় আমদানি করা ৪৩টি গাড়ির মধ্যে ১৩টি গাড়ি খালাস হয় গত বছরের ১৫ আগস্টের আগে। 

বাকি ৩০টি গাড়ি কাস্টমস আটকে দেয়। এগুলোর বেশিরভাগ টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো। 

এমপি সুবিধায় আনা ৩৩৪৬সিসির এসব গাড়িগুলোর স্বাভাবিক শুল্ককর হার ৮২৬ দশমিক ৬ শতাংশ।

কর্মকর্তারা জানান, আমদানি করা এসব গাড়ির বেশিরভাগই জাপান ও সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগটের এসব গাড়িগুলোর ইঞ্জিন ক্যাপাসিটি ৩-৪ হাজার সিসি।

সংসদ সদস্যরা প্রতি পাঁচ বছরে একবার শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারেন। এ ধরনের গাড়ির ওপর কর ৮১০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে এমপিদের তা দিতে হয় না।

এনবিআরের তথ্য অনুযায়ী, এমপিদের কর অব্যাহতির ফলে গত ১৫ বছরে সরকারের ৫ হাজার ১৪৭ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

জানা যায়, ১৯৮৭ সালে এইচএম এরশাদের শাসনামলে আইনপ্রণেতাদের খুশি করার জন্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা চালু করা হয়। ১৯৮৮ সালের ২৪ মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন (নিলাম কর্মকর্তা) দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিডাররা আবেদন করলেই গাড়ি পাবেন, সে নিশ্চয়তা নেই। রিজার্ভ ভ্যালুর ৬০ শতাংশ কাভার করেছে, এমন গাড়ি আছে ১৪টি। শুধু ওই গাড়িগুলোই বিক্রি করা যেতে পারে। এই তালিকায় অবশ্য নিলামে তোলা এমপি সুবিধায় আনা ২৪ গাড়ি নেই।'  

'এ বিষয়ে নিলাম কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে,' বলেন তিনি। 

 

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

1h ago