ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে যায়। ছবি: সংগৃহীত

ফেনীতে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ জানায়, কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পিকআপ ভ্যানটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago