সংস্কারের গল্প বলে সময়ক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু

মাইজদীতে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ। ছবি: সংগৃহীত

'সংস্কারের গল্প বলে সময় সময়ক্ষেপণের সুযোগ নেই' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ।

আজ বুধবার বিকেলে নোয়াখালীর মাইজদীতে জেলা জজকোর্ট সড়কে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, 'নতুন নতুন কথা শুনছি—কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় নির্বাচন, তারা সংস্কার করে যাবে, শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এসব কথা বলার সুযোগ নেই। তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয়নি।'

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, 'আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকে গেছে। আপনাদের কথা-বার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথা-বার্তায় মনে হয়, তারা কোনো এক দিকে ঝুঁকে যাচ্ছে। সেই সন্দেহের উদ্বেগ যদি হয়, বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।'

তিনি বলেন, 'বাংলাদেশে এক এক দিন যাচ্ছে, এক এক দিন গণতন্ত্রবিহীন অতিবাহিত হচ্ছে। আমরা ভোট দিয়ে আমাদের সরকার দেখতে চাই, যাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। গণতন্ত্রে জবাবদিহিতায় নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই।'

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সদস্যসচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago