ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনায় সমর্থন চীনের

ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে আলোচনা করে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে চীন।

আজ শুক্রবার সংবাদমাধ্যম পলিটিকো ও গার্ডিয়ান জানায়, জোহানেসবার্গে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে ওয়াশিংটন-মস্কোর চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেন, 'ইউক্রেনে শান্তির জন্য সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন জানায় চীন। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্প্রতি যে ঐকমত্যে পৌঁছেছে, তাকেও সমর্থন জানায়।'

বেইজিং এই সংকটের রাজনৈতিক সমাধানে 'গঠনমূলক ভূমিকা' পালন করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিবিদরা। সেই বৈঠকে আমন্ত্রণ পায়নি ইউক্রেন।

এই বৈঠকের পর থেকে ইউক্রেন ও তার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে আগ্রাসী মন্তব্য করে যাচ্ছেন ট্রাম্প। জেলেনস্কি জোর করে ক্ষমতা ধরে রেখেছেন, এই ইঙ্গিত দিয়ে তাকে 'একনায়ক' বলে অভিহিত করেছেন। আবার যুদ্ধে সহায়তার বিনিময়ে কিয়েভকে ৫০০ বিলিয়ন ডলার সমমূল্যের খনিজ সম্পদ দেওয়ার দাবিও জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

এদিকে, চীন ও রাশিয়া দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র। জি২০ সম্মেলনের সাইডলাইনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করে ওয়াং ই বলেন, এই মিত্রতা 'আরও উপরের স্তরে যাচ্ছে এবং বিস্তৃত হচ্ছে'।

শিগগির মস্কোতে এই দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে জানিয়েছেন ল্যাভরভ।

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago