চৌদ্দগ্রামে গুণবতী ডিগ্রি কলেজের শহীদ মিনার ভাঙচুর

শহীদ মিনারের তিনটি স্তম্ভের দুটি ভেঙে ফেলা হয়েছে। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ডিগ্রি কলেজের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

গতরাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার খবর পেয়ে আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে যান পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।

কলেজ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দ পাওয়ার পর কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন তিনটি স্তম্ভের দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

আজ দুপুরে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ গণমাধ্যমকে বলেন, 'শহীদ মিনারে ফুল দিয়ে আমরা চলে যাওয়ার পরই গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।'

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা শহীদ মিনার ভেঙেছে তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। তবে স্থানীয়রা এ কাজে জড়িত বলে ধারণা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

4h ago