আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-বাবা-সন্তান

সাভারের আশুলিয়ায় বাসার সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণ ও আগুনে পাঁচ বছরের শিশুসহ এক দম্পত্তি দগ্ধ হয়েছেন।
আজ রোববার ভোর ৬টার দেকে আশুলিয়ার দূর্গাপুর চালাবাজার এলাকার একটি দ্বিতল ভবনের নিচতলার কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মো. জাহাঙ্গীর মিয়া (৪০), তার স্ত্রী বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (৫)। জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় ও স্ত্রী বিউটি বেগম একটি চামড়াজাত পণ্য তৈরির কারখানায় কাজ করেন।
প্রতিবেশী হাবিব মিয়া জানান, রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত এই পরিবারটি। সকালে জাহাঙ্গীর চুলা জ্বালাতে গেলে পুরো কক্ষে আগুন লেগে যায়। আগুনে সিলিন্ডারটিও বিস্ফোরিত হয়। এতে শিশুসহ তিনজনই দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড ইনস্টিটিউটে পাঠানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকও দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাসের আগুনে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে তিনজন মারা যান। বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।
Comments