পাবনায় সড়কে গাছ ফেলে ট্রাক-মাইক্রোবাসে ডাকাতি

স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার সাঁথিয়ায় রাস্তায় কাঠের গুড়ি ফেলে ট্রাক ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার ভোররাতে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, 'আজ ভোররাত ২টার দিকে তলট এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে ট্রাক ও মাইক্রোবাস আটকে যাত্রী ও চালকদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী কেড়ে নেয় ডাকাতরা। এ সময় তাদের বাধা দিতে গেলে হামলায় তিনজন আহত হন।'

তিনি জানান, ভুক্তভোগীরা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

ওসি বলেন, 'পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ৩/৪টা যানবাহনে ডাকাতি হয়েছে।  এ ঘটনায় মামলা হয়েছে।

ঢাকা-পাবনা যাতায়াতে দূরত্ব কমাতে বেশিরভাগ ট্রাক ও প্রাইভেট কার মহাসড়কের পরিবর্তে সাঁথিয়া-বেড়া সড়ক দিয়ে চলাচল করে।

ওসি জানান, মহাসড়কে চেকপোস্ট রয়েছে। এ ঘটনার পর থেকে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।

Comments