কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল রেমার মরদেহ উদ্ধার

টাইটাস হিল্লোল রেমা | ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ক্রিসেন্ট রোডের একটি বাড়ির চারতলা থেকে কলাবাগান থানা পুলিশ ওই ব্যক্তির ঝুলন্ত মরদহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা ২০০৯-১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার রামপুরা গ্রামে। তার বাবার নাম লিডিং স্টোন রেমা। ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তিনি।

নন্দন কুমার আরও বলেন, 'পরিবারের কাছ থেকে জানতে পেরেছি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন তিনি। বেশ কিছু  দিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছিলেন।'

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

2h ago