চ্যাম্পিয়ন্স ট্রফি

হেনরির ৫ উইকেট, ভারতকে আড়াইশর নিচে আটকাল কিউইরা

ছবি: এএফপি

শুরুর মতো ভারতের ইনিংসের শেষেও আঘাত হানলেন ম্যাট হেনরি। নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ উইকেট শিকার করলেন তিনি। অভিজ্ঞ পেসারের তোপে পুঁজি বড় করতে পারল না রোহিত শর্মার দল। প্রাথমিক ধাক্কা সামলে ভালো সংগ্রহের আশা জাগালেও তারা আটকে গেল আড়াইশর নিচে।

রোববার দুবাইতে 'এ' গ্রুপের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করেছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে তারা তুলেছে ৯ উইকেটে ২৪৯ রান।

কিউইদের হয়ে ৮ ওভারে ৪২ রান খরচায় ৫ উইকেট নেন হেনরি। ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া প্রথম বোলারও তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন বাকি বোলাররা। কাইল জেমিসন, উইল ও'রোর্ক, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র দখল করেন একটি করে উইকেট।

হেনরির আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন দুজন। তারা হলেন শেইন ও'কনর ও জ্যাকব ওরাম। ২০০০ সালের আসরে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানে ৫ উইকেট পেয়েছিলেন ও'কনর। ওরাম ২০০৪ সালের আসরে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন ৩৬ রানের বিনিময়ে।

ওয়ানডেতে টানা ১৩ ম্যাচে টস হারা ভারত শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সপ্তম ওভারে ৩০ রানের মধ্যে সাজঘরে ফেরে তাদের টপ অর্ডার। শুবমান গিলকে এলবিডব্লিউয়ের পর বিরাট কোহলিকে তুলে নেন হেনরি। ৩০০তম ওয়ানডে খেলতে নামা কোহলি ফেরেন ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্লেন ফিলিপসের নজরকাড়া ক্যাচে। ডানদিকে ঝাঁপিয়ে হাওয়ায় ভেসে এক হাতে বল লুফে নেন তিনি। কোহলির চোখে-মুখে তখন ফুটে ওঠে অবিশ্বাস। মাঝে ভারতের অধিনায়ক রোহিতকে ছাঁটেন জেমিসন।

বিপদ সামলে প্রতিরোধ গড়েন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। চতুর্থ উইকেট জুটিতে তারা আনেন ১৩৬ বলে ৯৮ রান। ৭৫ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন শ্রেয়াস। অক্ষরও হাফসেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে নিউজিল্যান্ডকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু দেন রাচিন। টপ এজ হয়ে ক্যাচ দিয়ে থামা অক্ষর করেন ৬১ বলে ৪২ রান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। তারা পায়নি আর কোনো পঞ্চাশোর্ধ্ব জুটি। ও'রোর্কের শর্ট বলে পরাস্ত হয়ে শ্রেয়াস আউট হন দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানে। ৯৮ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। কিউই দলনেতা স্যান্টনারের শিকার হয়ে লোকেশ রাহুল বিদায় নেন থিতু হয়ে।

১৮২ রানে ৬ উইকেট পতন হওয়ার পর ভারতকে টানেন হার্দিক পান্ডিয়া। তার ব্যাট থেকে আসে ৪৫ বলে ৪৫ রান। তাকে সাজঘরে পাঠানোর আগে রবীন্দ্র জাদেজাকে ছাঁটেন হেনরি। ইনিংসের শেষ বলে ফিলিপসের হাতে মোহাম্মদ শামি ক্যাচ দিলে ৫ উইকেট পূর্ণ হয় তার।

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has found assets worth nearly Tk 40,000 crore in five countries which it believes were bought with money laundered from Bangladesh, said the Chief Adviser’s Office yesterday.

6h ago