যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি করতে ‘প্রস্তুত’ ইউক্রেন: জেলেনস্কি

হোয়াইট হাউসের সেই বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি। ছবি: এএফপি
হোয়াইট হাউসের সেই বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি। ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার যুক্তরাজ্যের গণমাধ্যমকে বলেছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংশ্লিষ্টদের ধারণা, ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করবে এই চুক্তি।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে এই চুক্তিটি সই হওয়ার কথা ছিল।

তবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে তর্কে জড়ান জেলেনস্কি। ফলে সে বিষয়ের আলোচনা আর আগায়নি।

লন্ডনে গতকাল গভীর রাতে যুক্তরাজ্যের কিছু সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় জেলেনস্কির কাছে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, 'খনিজ চুক্তিটি (উভয় দেশের) মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এটি সই করতে প্রস্তুত।'

তিনি বলেন, 'সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকলে টেবিলে থাকা চুক্তিটি সই হবে।'

জেলেনস্কি বিবিসিকে বলেন, 'আমাদের নীতিমালা হচ্ছে এমন, যে আমরা অতীতে কোনো বিষয়ে সম্মতি দিয়ে থাকলে সেটা নিয়ে এগিয়ে যাই।'

'আমরা যদি (অতীতে) খনিজ চুক্তিতে সই করতে সম্মতি দিয়ে থাকি, তাহলে আমরা সই করতেও প্রস্তুত আছি', যোগ করেন তিনি।

জেলেনস্কি বলেছেন, অতীতে যা হয়েছে তা অব্যাহত রাখা আমাদের নীতি, আমরা গঠনমূলক।'যদি আমরা খনিজ সম্পদ চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হই, তাহলে আমরা এটি সই করতে প্রস্তুত।'

গত শুক্রবার এই চুক্তি সই হওয়ার কথা ছিল। কিন্তু হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নজিরবিহীন বাগবিতণ্ডায় ভেস্তে যায় সেই উদ্যোগ।

বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে তিরস্কার করেন। তিন বছরের যুদ্ধে মার্কিন সমর্থনের জন্য তাকে আরো 'কৃতজ্ঞ' হতে বলেন ট্রাম্প।

বৈঠকটি শেষ পর্যন্ত দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ে পর্যবসিত হয় এবং ট্রাম্প জেলেনস্কিকে বলেন, হয় আপনি চুক্তি করবেন, নয়তো আমরা বাদ পড়বো, ' ট্রাম্প আরো বলেন, আর যদি আমরা বাদ পড়ি, তাহলে আপনারা লড়াই করবেন এবং আমার মনে হয় না এটা ভাল হবে।'

'হয় আপনি চুক্তি করবেন আর নাহলে আমরা নিজেদেরকে প্রত্যাহার করে নেব', ট্রাম্প বলেন।

'আর আমরা যদি সরে যাই, তাহলে আপনাকেই এই যুদ্ধ লড়ে যেতে হবে এবং আমার মনে হয় না এর পরিণাম ভালো হবে', যোগ করেন রিপাবলিকান নেতা। 

বৈঠকের আগে জেলেনস্কিকে স্বাগত জানান ট্রাম্প। ছবি: এএফপি
বৈঠকের আগে জেলেনস্কিকে স্বাগত জানান ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন নেতা এর আগে বলেছিলেন যে প্রস্তাবিত খনিজ চুক্তিটি 'খুবই ন্যায্য' হবে।

উত্তপ্ত বাক্যবিনিময়ের পর, পূর্বপরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল হকরা হয় এবং জেলেনস্কিকে চলে যেতে বলা হয়। কিছুক্ষণ পরেই জেলেনস্কি হোয়াইট হাউস ছেড়ে চলে যান।

পরবর্তীতে হোয়াইট হাউস আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, খনিজ সম্পদ চুক্তিটি স্বাক্ষরিত হয়নি।

ইউক্রেন নিয়ে আলোচনা করতে গতকাল রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আয়োজিত এক শীর্ষ সম্মেলনে ইউক্রেনের মিত্র ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ যোগ দিয়েছিলেন।

স্টারমার বলেন, অনেক ইউরোপীয় নেতা নিরাপত্তার জন্য আরো বেশি ব্যয় করার এবং যেকোনো যুদ্ধবিরতি রক্ষার জন্য একটি জোট গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

লন্ডন শীর্ষ সম্মেলন থেকে ফিরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সংবাদপত্রে সাক্ষাৎকারে বলেছেন, ফ্রান্স এবং ব্রিটেন রাশিয়ার সাথে আংশিক এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিতে চায়।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

34m ago