মোহামেডানের বিপক্ষে গুলশানের ডাগআউটে নেই লিটন

আগের দিন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। কিন্তু সোমবার মোহামেডানের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী ম্যাচে দলে দেখা যায়নি এই উইকেটরক্ষক-ব্যাটারকে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার গুলশানের দলের তালিকায় জাওয়াদ আবরার ও আজিজুল হাকিমসহ শীর্ষ সারির ব্যাটারদের নাম থাকলেও ১৫ সদস্যের স্কোয়াডে লিটনের নাম ছিল না। তবে ক্লাব সূত্র জানিয়েছে, লিটনের কাগজপত্র এখনো সিসিডিএম (সেন্ট্রাল ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস)-এ জমা পড়েনি। ফলে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে নিবন্ধিত হননি। কাগজপত্র সিসিডিএম অফিসে পৌঁছানোর পর তিনি খেলতে পারবেন।
রোববার ক্রিকেট মহলে বড় সংবাদই ছিল লিটনের দল পাওয়া। যদিও গত মাসের ট্রান্সফার উইন্ডোতে কোনো দলের সঙ্গে তার চুক্তি হয়নি। দুই দিনব্যাপী এই উইন্ডোতে লিটন ও মোস্তাফিজুর রহমানই ছিলেন একমাত্র জাতীয় দলের খেলোয়াড়, যারা কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারেননি। যদিও লিটন ট্রান্সফারের জন্য টোকেন নিয়েছিলেন, কিন্তু তার আগের ক্লাব আবাহনীর সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন ক্লাবে যোগ দেওয়ার উদ্যোগ নেন।
লিটনের অনুপস্থিতিতেও তামিমের নেতৃত্বাধীন মোহামেডানের বিপক্ষে ৮ উইকেটে ২৯৮ রান করতে সক্ষম হয় গুলশান। ওপেনার জাওয়াদ ৭৫ রান করেন, আর নবাগত দলের হয়ে ইফতেখার হোসেন ইফতি ১১০ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
Comments