প্রশংসা ও পুরস্কারে ভাসছেন ফাইনালে ৪ গোল করা দিয়াবাতে

ছবি: ফিরোজ আহমেদ

দেয়ালে পিঠ থেকে যাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সমতায় ফেরালেন দুই দফা। নির্ধারিত সময়ে হ্যাটট্রিক পূরণের পর অতিরিক্ত সময়ে দলকেও লিড পাইয়ে দিলেন। এরপর টাইব্রেকারে স্পট-কিক থেকে নিশানা ভেদ করতে ভুল করলেন না। আবাহনী লিমিটেডের বিপক্ষে ফাইনালে চোখ ধাঁধানো পারফর্ম করে সুলেমানে দিয়াবাতে পেলেন একাধিক সম্মাননা। দুই দলের কোচের উচ্ছ্বসিত প্রশংসাও মিলল তার।

মঙ্গলবার ফেডারেশন কাপের রুদ্ধশ্বাস ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে তারা। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে রোমাঞ্চকর লড়াই শেষ হয় ৪-৪ সমতায়।

মোহামেডানের পক্ষে একাই ৪ গোল করেন মালিয়ান স্ট্রাইকার দিয়াবাতে। দলীয় সাফল্যের পাশাপাশি দুহাত ভর্তি ব্যক্তিগত অর্জনও মিলেছে তার। ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠেছে তার হাতে। সবমিলিয়ে তিনি করেছেন ৮ গোল। অনুমিতভাবেই ফাইনালের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দিয়াবাতে। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

স্মরণীয় ফাইনালের পর মোহামেডানের কোচ ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ গণমাধ্যমকে বলেছেন, 'দিয়াবাতে আসাধারণ ফুটবল খেলেছে।'

তার সঙ্গে সুর মিলিয়েছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস, 'সে খুবই ভালো খেলেছে। সে সেরা মানের একজন স্ট্রাইকার। আজ সে তার দক্ষতা দেখিয়ে দিয়েছে।'

ফেডারেশন কাপ জয়কে নিজের পরিবারের প্রতি উৎসর্গ করা দিয়াবাতে বলেছেন, 'আমার ক্যারিয়ারে এই প্রথম আমি কোনো ফাইনালে ৪ গোল করলাম। এটা একটা বিশেষ মুহূর্ত। কেবল আমি না, খেলোয়াড়দের সবাই এই শিরোপা জয়ের কৃতিত্বের দাবিদার।'

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমও খুব ভালো কাটছে না মোহামেডানের। ইতোমধ্যে চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংসের চেয়ে ২৩ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে আছে সাদা-কালোরা। তবে আগামী মৌসুমে ভালো কিছু করার প্রত্যাশায় আছেন দিয়াবাতে, 'আমি বিশ্বাস করি, যদি আমরা আমাদের বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের ধরে রাখতে পারি, আগামী মৌসুমের লিগে আমরা একটি শক্তিশালী দলে পরিণত হব।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

25m ago