ট্রাম্পের গাজা দখল পরিকল্পনার প্রতিক্রিয়ায় আরব লিগের জরুরি সম্মেলন আজ

আজ মিশরের রাজধানী কায়রোতে জরুরি সম্মেলনে যোগ দেবে আরব লিগের সদস্যরাষ্ট্রগুলো। এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার উচিত জবাব দেওয়ার বিষয়ে ঐক্যমত্য তৈরি।
আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
এই সম্মেলনের আহবায়ক মিশর। এর উদ্দেশ্য, এমন একটি বিকল্প পরিকল্পনা তৈরি করা, যার মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সম্মান জানানো হবে এবং গাজাকে আবারও বসবাসযোগ্য করে তোলা যাবে।
এ বিষয়ে আরব দেশগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করাই এই সম্মেলনের সবচেয়ে বড় উদ্দেশ্য।
বেশ কয়েকটি আরব দেশের রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলন শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
উদ্বোধনী বক্তব্য রাখবে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। আরব লিগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও যোগ দেবেন বলে জানা গেছে।
এর আগে ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর আয়োজিত সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার 'বিস্ফোরক' পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
তিনি মত দেন, গাজা এখন আর বসবাসযোগ্য নেই। তিনি সেখান থেকে সব ফিলিস্তিনিকে জর্ডান ও মিশরের মতো দেশে সরিয়ে গাজার দখল নেবেন। দখল নিয়ে গাজাকে পর্যটনবান্ধব 'মধ্যপ্রাচ্যের রিভিয়েরা' হিসেবে গড়ে তুলবেন।
আত্মবিশ্বাসী ট্রাম্প জানান, এ কাজের জন্য তাকে সেনাবাহিনীও ব্যবহার করার প্রয়োজন পড়বে না।
ট্রাম্পের এই ঘোষণায় সারা বিশ্বের নিন্দার ঝড় ওঠে। অনেকে গাজাবাসীকে জোর করে অন্যত্র সরিয়ে দেওয়ার পরিকল্পনাকে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তুলনা করেন।
এ পরিস্থিতিতে আরব লিগের সদস্য রাষ্ট্রগুলো এই পাল্টা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে।
Comments