জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

জেলেন্সকির শহর ক্রাইভি রিগের এই হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ছবি: এএফপি
জেলেন্সকির শহর ক্রাইভি রিগের এই হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেড়ে উঠেছেন দেশটির নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রাইভি রিগ শহরে। এ শহরের এক হোটেলে গতরাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন।

আজ বৃহস্পতিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে শিগগির ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পারে রাশিয়া। এমনটাই ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। তা সত্ত্বেও, ইউক্রেনে যুদ্ধ থেমে নেই।

নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গেই লিসাক বলেন, 'রাতে ক্ষেপণাস্ত্র হামলায় ক্রাইভি রিগে তিন জন নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।'

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন জেলেনস্কি। ছবি: এএফপি
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন জেলেনস্কি। ছবি: এএফপি

'৩১ জন আহত হয়েছেন। ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক', যোগ করেন তিনি।

রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ওই হোটেলের পাশাপাশি ১৪টি অ্যাপার্টমেন্ট ভবন, একটি ডাকঘর, প্রায় দুই ডজন গাড়ি, একটি সাংস্কৃতিক সংগঠন ও ১২টি দোকান ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা পরে জানান, আরও উত্তরের দিকে সুমি অঞ্চলে একটি সংরক্ষণাগার আক্রান্ত হলে একজন নিরাপত্তা কর্মী নিহত হন।

মূল যুদ্ধক্ষেত্রে থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ক্রাইভি রিগের অবস্থান। যুদ্ধের আগে সেখানে প্রায় ছয় লাখ মানুষ বসবাস করতেন।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

11h ago