পুলিশকে কাজ করতে দিতে হবে, কেউ আইন হাতে তুলে নেব না: নাহিদ ইসলাম

এনসিপির 'গণমানুষের ইফতার' আয়োজনে নাহিদ ইসলাম। ছবি: স্টার

জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজ পুলিশকেই করতে দিতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকায় এনসিপির আয়োজনে 'গণমানুষের ইফতার' আয়োজনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, 'আমাদের সমাজে এখন আমরা নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আকাঙ্ক্ষা অনুযায়ী।'

'আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সবাই সহযোগিতা করব। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না,' বলেন তিনি।

নাহিদ আরও বলেন, 'শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চর্চা আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে করতে হবে এবং সবাই মিলেই আমরা এই সময়টা কাজে লাগাব, যেন দেশের সমৃদ্ধি হয়।'

তিনি বলেন, 'পুরো রমজান মাস জুড়েই যেন দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময়ে মানুষ যেন স্বস্তিতে ঈদের বাজার করতে পারে।'

'মানুষ যেন নিরাপদে বাসায় ফেরত যেতে পারে। সড়কে যেন নিরাপত্তা থাকে, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে এটা আমাদের প্রত্যাশা,' যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

SC clears way for holding Ducsu election on Sept 9

A seven-member bench of the Appellate Division headed by Chief Justice Syed Refaat Ahmed passed the order

2h ago