গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ। ছবি: এনসিপির ফেসবুক থেকে নেওয়া

হামলা-সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

আজ বুধবার বিকেল ৫টার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের গাড়িবহর গোপালগঞ্জ জেলা ত্যাগ করে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেল পৌনে ৫টায় টেলিফোনে তিনি বলেন, 'আমরা গোপালগঞ্জ শহর ত্যাগ করেছি। এখান থেকে আমরা খুলনার কাটাখালির দিকে যাচ্ছি।'

তিনি আরও বলেন, 'আমাদের পদযাত্রা চলবে। পরবর্তী কর্মসূচি আমাদের মাদারীপুর। কাটাখালি গিয়ে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।'

এনসিপি নেতারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন বলেও জানান মুশফিক।  

'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সভার আগে এনসিপির সমাবেশস্থলে ২০০-৩০০ স্থানীয় জনগণ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমর্থক।

এর মধ্যেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

সভা শেষে এনসিপি নেতারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করার সময় গাড়িবহরে হামলা হয়। গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। 

পুলিশ ও সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিকেল ৪টার দিকে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

4h ago