আমদানিকৃত ফলে শুল্ক কমল আরও ১০ শতাংশ

তাজা ফল
ছবি: প্রবীর দাশ/স্টার ফাইল ফটো

রমজান ও এর পরে দেশে দাম স্থিতিশীল রাখতে আবারও আমদানি করা তাজা ফলের ওপর শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপনে কমলা, আপেল, আঙুর ও নাশপাতিসহ তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে কর কর্তৃপক্ষ।

আমদানিকারকদের এখন তাজা ফল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। আগে ছিল ৩০ শতাংশ।

এ ছাড়াও, তাজা ফল আমদানিতে পাঁচ শতাংশ অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ করেছে এনবিআর।

এর আগে রমজানে খরচ ও দাম কমাতে ফল আমদানির ওপর অগ্রিম আয়কর পাঁচ শতাংশ কমানো হয়।

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

4h ago