ঢাকা প্রিমিয়ার লিগ

দুঃসময় পেরিয়ে শান্তর সেঞ্চুরিতে জিতে শীর্ষেই আবাহনী

ছবি: স্টার

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের আগের পাঁচটি ম্যাচের চারটিতে ব্যাট করেন নাজমুল হোসেন শান্ত। তবে হাসেনি ঐতিহ্যবাহী দলটির অধিনায়কের ব্যাট। দুঃসময় পেরিয়ে বাঁহাতি ব্যাটার এবার তুলে নিলেন স্বস্তির সেঞ্চুরি। তার কাঁধে চড়ে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁয়ে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল আকাশি-নীলরা।

মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ৪ উইকেটে জিতেছে টুর্নামেন্টের শিরোপাধারীরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান তোলে লিজেন্ডস অব রূপগঞ্জ। শান্তর নৈপুণ্যে তাদের পুঁজি ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় আবাহনী।

তিনে নেমে ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন শান্ত। ১০৮ বল মোকাবিলায় তিনি মারেন ১২ চার ও ২ ছক্কা। লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার ১৩তম সেঞ্চুরি। ঘরোয়া ও আন্তর্জাতিক— সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রায় এক বছর পর তিন অঙ্কের রানের স্বাদ নিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তার আগের সেঞ্চুরিটিও ছিল প্রিমিয়ার লিগে। গত বছরের ২৫ এপ্রিল আগের আসরে আবাহনীর হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নারায়ণগঞ্জে ১০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

রান তাড়ায় দ্বিতীয় বলেই উইকেট হারায় আবাহনী। পারভেজ হোসেন ইমন আউট হওয়ার পর ক্রিজে যান শান্ত। এরপর ধাক্কা সামলে ভালো ভিত পেয়ে যায় দলটি। আরেক ওপেনার জিশান আলমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন শান্ত। ৫২ বলে পেয়ে যান ফিফটি। এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৫০ ও মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে ৪৮ রানের আরও দুটি কার্যকর জুটিতে ছিলেন তিনি।

১০৬ বলে সেঞ্চুরি ছোঁয়ার পর আর বেশিক্ষণ ২২ গজে টেকেননি শান্ত। ৩৬তম ওভারে শেখ মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে থামেন তিনি। তার বিদায়ের পর আবাহনীকে জয়ের বন্দরে নিয়ে যান মুমিনুল হক ও মাহফুজুর রহমান রাব্বি। তাদের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি ছিল ৪৩ রানের। জিশান ৪৬ বলে করেন ৪৩ রান। মিঠুনের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৪ রান। মুমিনুল ৩২ বলে ৩৫ ও মাহফুজুর ২৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

এর আগে রূপগঞ্জ লড়াইয়ের পুঁজি পেয়েছিল দুজনের ফিফটি ও বাকিদের ছোট ছোট ইনিংসের সুবাদে। ধীরগতির ব্যাটিংয়ে ওপেনার সাইফ হাসান ১০৩ বলে করেন সর্বোচ্চ ৬৭ রান। চারে নেমে মাহমুদুল হাসান জয় খেলেন ৫৪ বলে ৫৮ রানের ইনিংস। আবাহনীর হয়ে দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও মোসাদ্দেক।

ছয় ম্যাচে পঞ্চম জয়ে আবাহনীর পয়েন্ট ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া গাজী নেট রান রেটের ব্যবধানে পিছিয়ে অবস্থান করছে দুইয়ে। বিকেএসপির চার নম্বর মাঠে তারা ৬৫ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে তিন নম্বরে। পাঁচে থাকা রূপগঞ্জের পয়েন্ট ৬।

Comments

The Daily Star  | English

US takes in $87b from tariffs in first half of 2025

More than $87 billion in tariff revenue collected by end of June, surpassing $79 billion total for all of 2024

32m ago