চ্যাম্পিয়ন রোহিতদের আইসিসির চেয়ে তিনগুণ বেশি অর্থ পুরস্কার দিচ্ছে বিসিসিআই

Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আইসিসির কাছ থেকে ২২ লাখ ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার পেয়েছে রোহিত শর্মার ভারত। যা ভারতীয় মূদ্রায় ১৯ কোটির কিছু বেশি। এবার নিজেদের ক্রিকেট বোর্ড থেকে রোহিতরা পাচ্ছেন এরচেয়ে তিনগুণ বেশি অর্থ।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই বৃহস্পতিবার জানায় চ্যাম্পিয়ন দলকে তারা দিবে ৫৮ কোটি ভারতীয় রুপি। যা আইসিসির দেওয়া পুরস্কারের তিনগুণ বেশি।

ফেব্রুয়ারি-মার্চে হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ক্রিকেট খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। গত বছর দলটি চ্যাম্পিয়ন হয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

বিসিসিআই প্রধান ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি বিবৃতিতে জানান ধারাবাহিক পারফর্ম করা দলের জন্য এই পুরস্কার তাদের, 'পরপর দুটি আইসিসি শিরোপা জয় করা বিশেষ এবং এই পুরস্কার বিশ্ব মঞ্চে টিম ইন্ডিয়ার নিষ্ঠা ও শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। নগদ পুরস্কারটি পর্দার আড়ালে প্রত্যেকের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের জয়ের পর এটি ছিল ২০২৫ সালে আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি। এটি আমাদের দেশে শক্তিশালী ক্রিকেট ইকোসিস্টেমকে তুলে ধরে।'

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া যোগ করেছেন, 'বিসিসিআই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের এই প্রাপ্য পুরস্কার দিয়ে সম্মানিত করতে পেরে গর্বিত। বিশ্ব ক্রিকেটে তাদের আধিপত্য বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম এবং কৌশলগত বাস্তবায়নের ফল। এই জয় সাদা বলের ক্রিকেটে ভারতের শীর্ষ র‍্যাঙ্কিংকে ন্যায্যতা দিয়েছে এবং আমরা নিশ্চিত যে দলটি আগামী বছরগুলোতেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে থাকবে। খেলোয়াড়দের দেখানো নিষ্ঠা এবং প্রতিশ্রুতি একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং আমরা আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেট বিশ্ব মঞ্চে মান বাড়াতে থাকবে।'

পুরস্কারের এই অর্থ খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য ছাড়াও নির্বাচক প্যানেলও পাবেন। 

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago