জামালপুরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে শাকিল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শাকিলের বাড়ি উপজেলার বগারচর ইউনিয়নের পেরিচর গ্রামে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত রাতে শাকিলের স্ত্রী রুবিনা আক্তারের (৩০) চিৎকার শুনে তারা ছুটে যান। গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

রুবিনাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল, পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

রুবিনার পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। একাধিকবার সালিশ হয়েছে কিন্তু সমাধান হয়নি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, 'ঘটনার পরপরই শাকিল মিয়া পালিয়ে গিয়েছিলেন। আজ দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।'

'রুবিনার বাবা রফিকুল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

BNP leaders in meeting with CA for election roadmap

BNP to submit a written statement urging the announcement of an election roadmap

34m ago