সব হজযাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

ছবি: এএফপি

হজ করতে আসা সবার জন্য এ বছর থেকে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আজ দুবাইভিত্তিক পত্রিকা গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগে কেবলমাত্র বিদেশ থেকে হজ করতে গেলে এই টিকা বাধ্যতামূলক ছিল। চলতি বছর থেকে সৌদি নাগরিকদেরও নিতে হবে মস্তিষ্কের প্রদাহজনিত এই রোগের টিকা।

হজ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টিকা গ্রহণের সনদ ছাড়া কাউকে হজ প্যাকেজ দেওয়া হবে না।

আমাদের মস্তিষ্কের আবরণকে মেনিনজিস বলে। এই মেনিনজিসে প্রদাহ হলে তাকে বলা হয় মেনিনজাইটিস। ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো জীবাণুর কারণে তৈরি ইনফেকশনে সাধারণত মেনিনজাইটিস হয়ে থাকে।

এই রোগ ছোঁয়াচে এবং মেনিনজাইটিস মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।

মন্ত্রণালয় থেকে ইনফ্লুয়েঞ্জা ও কোভিডের টিকা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। হজ মন্ত্রণালয় সেহাতি অ্যাপের মাধ্যমে এই দুই টিকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আহ্বান জানিয়েছে।

দুই মাস আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা দেয়, ওমরাহ হজের উদ্দেশ্যে রওনা হওয়ার অন্তত ১০ দিন আগে অবশ্যই সবাইকে মেনিনজাইটিসের টিকা নিতে হবে।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

2h ago