রিয়াদে মার্কিন-রুশ বৈঠক ‘ফলপ্রসূ’, আলোচনা চলবে: ক্রেমলিন

মস্কোর বিখ্যাত 'ক্রেমলিন'। ফাইল ছবি: রয়টার্স
মস্কোর বিখ্যাত 'ক্রেমলিন'। ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রিয়াদের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মত দিয়েছেন রুশ মধ্যস্থতাকারীদের প্রধান গ্রিগোরি কারাসিন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

বৈঠকে রাশিয়ার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত ফেডারেশন কাউন্সিল কমিটির প্রধান গ্রিগোরি কারাসিন রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

তিনি রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসকে বলেন, 'আমরা মোটামুটি সব কিছু নিয়েই কথা বলেছি। জটিল ও গভীর আলোচনা হয়েছে। কিন্তু একইসঙ্গে, এটা আমাদের ও আমেরিকানদের জন্য খুবই ফলপ্রসূ হয়েছে।'

'আমরা অনেকগুলো সমস্যা নিয়ে কথা বলেছি। অবশ্যই, সব সমস্যার সমাধান হতে, সব কিছুতে ঐক্যমত্যে পৌঁছাতে এখনো অনেক দেরি আছে, তবুও, মনে হচ্ছে এ ধরনের একটি আলোচনা খুবই সময়োপযোগী হয়েছে', যোগ করেন তিনি।

কারাসিন বলেন, 'আমরা আলোচনা চালিয়ে যাব। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আলোচনায় যুক্ত করব। সর্বোপরি, জাতিসংঘ ও সুনির্দিষ্ট কিছু দেশ এতে যুক্ত হবে।'

গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদের বিলাসবহুল রিৎজ কার্লটন হোটেলে সৌদি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে ১২ ঘণ্টার মার্কিন-রুশ বৈঠকের পর কারাসিন এ কথা জানালেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন বছর ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্রুত অবসানের জন্য চাপ সৃষ্টি করেছেন। তিনি আশা করছেন, সৌদি রাজধানীর এই আলোচনা থেকেই ওই সংঘাত অবসানের পথ সুগম হবে।

রাশিয়ার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত ফেডারেশন কাউন্সিল কমিটির প্রধান গ্রিগোরি কারাসিন। ছবি: সংগৃহীত
রাশিয়ার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত ফেডারেশন কাউন্সিল কমিটির প্রধান গ্রিগোরি কারাসিন। ছবি: সংগৃহীত

এর আগের রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস এক সূত্রের বরাত দিয়ে জানায়, আজ মঙ্গলবার দিনের কোন এক সময় বৈঠকের বিষয়ে রুশ-মার্কিন যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।

অপরদিকে, ইউক্রেনের প্রতিনিধিদল রিয়াদে বাড়তি একটি দিন থাকছে। তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।

এক সূত্র সাসপিলনে নিউজকে এই তথ্য জানিয়েছে।

অপর এক সূত্র এএফপিকে জানায়, দ্বিতীয় একটি বৈঠকেরও আয়োজন হতে পারে।

সব মিলিয়ে যুদ্ধ অবসানের পক্ষে ইতিবাচক আভাস পাওয়া যাচ্ছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago