পল্লবীতে বহুতল ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু

রাজধানীর বর্ধিত পল্লবী এলাকায় একটি ১২ তলা ভবনের আট তলায় আগুন লেগে মাসুদা বেগম (৭০) এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যায় সোয়া ৬টার দিকে তারা ওই ফ্ল্যাটে আগুনের তথ্য জানতে পারেন। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৬টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ওই বাসার রান্নাঘর থেকে মাসুদার মরদেহ উদ্ধার করে রূপনগর থানায় হস্তান্তর করেন।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল হক বলেন, 'উনি ইফতার তৈরি করছিলেন। হঠাৎ চুলা থেকে কাপড়ে ও পরে ঘরে আগুন ধরে যায়।'
তিনি আরও জানান, 'ওই বাসায় তিনি ছেলের সঙ্গে থাকতেন। দুর্ঘটনার সময় তার ছেলে বাসায় ছিলেন না।'
Comments