বিকালে ভারত থেকে ফিরে আগামীকাল বাংলাদেশ ছাড়বেন হামজা

ছবি: বাফুফে

শিলংয়ে শক্তিশালী ভারতের সঙ্গে ড্রয়ের পরদিন বিকালে বাংলাদেশ জাতীয় দল ফিরবে ঢাকায়। শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডার হামজা চৌধুরী দলের সঙ্গে ফিরলেও পূর্ব নির্ধারিত ব্যবস্থা অনুসারে তার আজই ইংল্যান্ডগামী ফ্লাইট ধরার কথা ছিল। তবে নতুন পরিকল্পনায় এই প্রবাসী তারকা ফুটবলার বাংলাদেশ ছাড়বেন আগামীকাল বৃহস্পতিবার। 

বুধবার সকালে মেঘালয়ের শিলং ছেড়ে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। এরপর বিমানে চড়ে পশ্চিমবঙ্গের কলকাতায় যাবেন খেলোয়াড়-কোচ-স্টাফরা। সেখান থেকে ভারত সময় বিকাল ৪টা ১৫ মিনিটের ফ্লাইটে চড়ে বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা লাল-সবুজ জার্সিধারীদের।

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়ার সময় কলকাতা থেকে সরাসরি শিলংয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফেরার সময় ভিন্ন পথ ব্যবহার করছে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, শিলং থেকে সরাসরি কলকাতায় এলে একটি রাত সেখানে থাকতে হতো দলকে। তাই ওই পথে হাঁটা হয়নি। বরং শিলং থেকে বাসে চড়ে তিন ঘণ্টায় গুয়াহাটিতে পৌঁছে এরপর কলকাতায় ফেরার উপায় বেছে নেওয়া হয়েছে।

আগে নির্ধারিত ছিল যে, ভারত থেকে ফেরার পর ২৭ বছর বয়সী হামজা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থান করবেন। তারপর তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে ইংল্যান্ডগামী ফ্লাইট ধরবেন। গত ১৭ মার্চ মা, স্ত্রী, সন্তান ও ভাইসহ মোট নয় সফরসঙ্গীকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। তবে পরিবর্তিত ব্যবস্থায় এই প্রবাসী ফুটবলার আগামীকাল সকালে ফিরে যাবেন ইংল্যান্ডে।

গতকাল মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। বর্তমানে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডে খেলছেন। তিনি প্রত্যাশা পূরণ করলেও তার স্মরণীয় উপলক্ষ জয়ের রঙে রঙিন হয়নি। একের পর এক সুবর্ণ সুযোগ নষ্ট করে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে হাভিয়ের কাবরেরা শিষ্যরা।

এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের 'সি' গ্রুপে থাকা বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১০ জুন। ঘরের মাঠে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে মোকাবিলা করবেন হামজা-কাবরেরারা। একই দিনে হংকংয়ের মাটিতে খেলতে নামবে ভারত।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago