ঈদে বিটিভির পর্দায় জনপ্রিয় ব্যান্ডের গান

ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলো নিয়ে বিশেষ আয়োজন।
ঈদের দিন সন্ধ্যা সাতটায় থাকবে চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ড দল। সালসাবিল লাবণ্যর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন।

ঈদের পরদিন সন্ধ্যা সাতটায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় গাইবে ব্যান্ড মাইলস। চাঁদ তারা সূর্য, নীলা, প্রিয়তম মেঘ, ধিকিধিকি, ফিরিয়ে দাও, দরদিয়ার মতো জনপ্রিয় গান থাকছে অনুষ্ঠানে। এই পর্ব উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ।
ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটায় গাইবে ব্যান্ড সিম্ফনি, শুভযাত্রা, রক অ্যান্ড মেলোডি, নাটাই, পেন্টাগন, রেশাদ অ্যান্ড কিউ। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।
Comments