জ্বালানিতে মস্কোর সহযোগিতা চায় ঢাকা, গম ও সার আমদানি করবে বাংলাদেশ

আজ চীনের রিসোর্ট শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ছবি: ইউএনবি থেকে নেওয়া

রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাশিয়া থেকে গম ও সার আমদানি করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের রিসোর্ট শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন নেতারা। এর মধ্যে রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি আলোচনায় স্থান পায়। এছাড়া রাশিয়া থেকে বাংলাদেশ গম ও সার আমদানি এবং বাংলাদেশে সমুদ্র ও সমতল ভূমিতে গ্যাস অনুসন্ধানে রাশিয়ার গ্যাজপ্রমের অনুসন্ধান কার্যক্রম পরিচালনার আগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় একটি ব্যাংক হিসাবে বাংলাদেশ অর্থ পরিশোধের মাধ্যমে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের আর্থিক সমস্যাগুলো সমাধান করা হয়েছে।

তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।

আলেক্সি ওভারচুক দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন। এছাড়া রাশিয়ায় আরও বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে আরও বেশি সার ও গম রপ্তানি করতে আগ্রহী রাশিয়া।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago