সুনামগঞ্জে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় নৌকা ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন—জামালগঞ্জ উপজেলার নোয়াপাড়ার বাসিন্দা বিউটি চক্রবর্তী (৪৫), নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫), তার ছয় বছর বয়সী মেয়ে রুদ্রা সরকার ও নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের পাঁচ বছর বয়সী শিশু গঙ্গা সরকার।

এছাড়া, সৌরভ (১০) নামে আরেক শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দিবাগত রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দা গ্রামের পাশে বৌলাই নদে এ দুর্ঘটনা ঘটে।

লালপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, 'নৌকাটি মধ্যনগর থেকে জামালগঞ্জ যাচ্ছিল এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালপত্র বহন করছিল। রাত সাড়ে ১০টার দিকে নৌকাটি ডুবে যায়।'

তিনি আরও বলেন, 'তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে নৌ পুলিশের একটি টহল দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।'

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দেবাশীষ তালুকদার বলেন, 'শনিবার পাশের মধ্যনগর উপজেলায় সাপ্তাহিক হাটবার ছিল। সেখানে বাজার করে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী মালপত্র বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকায় ফিরছিলেন। নৌকাটি মদনাকান্দি-দুর্গাপুর এলাকার নোয়াপাড়ার কাছে বৌলাই নদীতে ডুবে যায়।'

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'থানা থেকে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। স্থানীয় সূত্র থেকে প্রাথমিকভাবে আমরা পাঁচজনের মৃত্যুর কথা জানতে পেরেছিলাম। ঘটনাস্থলে নিশ্চিত হই, চারজন মারা গেছেন।'

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

3h ago