ভোলার ডুবোচরে আটকে পড়া বাল্কহেডের ৩০০ যাত্রী উদ্ধার

খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা গিয়ে যাত্রীদের উদ্ধার করে। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশাগামী যাত্রীবাহী একটি বাল্কহেড ডুবোচরে আটকে যাওয়ার পর যাত্রীদের উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ রোববার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বাল্কহেড 'এমবি জাকারিয়া জিহাদ-১' ৩০০ যাত্রীসহ গতকাল শনিবার রাতে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটের কাছে একটি ডুবোচরে আটকে যায়। 

তখন বাল্কহেডের এক যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে কোস্টগার্ডকে বিষয়টি জানায়। খবর পেয়ে কোস্টগার্ডের ৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। 

কোস্টগার্ড জানায়, উদ্ধারকারী দলটি যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ইলিশা লঞ্চঘাটে স্থানান্তর করে।

কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, 'বাল্কহেডটির যাত্রী পরিবহনের অনুমোদন ও ফিটনেস সার্টিফিকেট ছিল না। তবুও তারা ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করে।'

তিনি জানান, বাল্কহেডটিকে ৩ ক্রুসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

5h ago