ধূমপান করা নিয়ে বাগবিতণ্ডা, মারধরে একজনের মৃত্যু

Shariatpur
স্টার অনলাইন গ্রাফিক্স

শরীয়তপুরের ভেদরগঞ্জে ধূমপান করা নিয়ে বাগবিতণ্ডার জেরে মারধরে একজন মারা গেছেন।

গতকাল রোববার রাতে উপজেলার সহকারী পুলিশ সুপারের (ভেদরগঞ্জ সার্কেল) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রোমান হাওলাদার (৪২) ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা এলাকার বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। তারা হলেন, সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের বাসিন্দা মনির হোসেন মোল্লা (২৫) ও তার ভাই কবির হোসেন মোল্লা (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপারের অফিসের সামনের গলিতে দুই যুবক দাঁড়িয়ে ধূমপান করছিলেন। এ সময় রোমান হাওলাদার তাদের পরিচয় জানতে চান এবং এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রোমান হাওলাদারকে মারধর করেন। 

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা শামসুল আলম ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই যুবক রোমানকে মারধর করে।'

ওসি পারভেজ হাসান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  দুইজনকে আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago