বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা

প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২৫তম বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের 'যথেষ্ট সম্ভাবনা' আছে।

আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এ কথা জানান।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আগামীকাল সকালে ব্যাংককের উদ্দেশে রওনা হবেন।

খলিলুর রহমান বলেন, 'আগামী ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।'

তিনি আরও বলেন, 'বিমসটেকের পরবর্তী সভাপতি হতে যাচ্ছে বাংলাদেশ। সুতরাং, সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন এবং বিমসটেকের ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করবেন।'

'তাই, আমরা আশা করতে পারি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হবে,' বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে। এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গায় গেলে অন্য জায়গায় আমাদের সম্পর্ক নষ্ট হবে।'

'আমরা সব জায়গায় গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেটার চেষ্টা করব। এ কারণে আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না,' বলেন তিনি।
 

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

10h ago