রোনালদোর ‘আবিষ্কারক’ মারা গেছেন

ছবি: এক্স

পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের স্কাউট হিসেবে কাজ করতেন অরেলিও পেরেইরা। কিংবদন্তিতে পরিণত হওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে উঠতি প্রতিভা হিসেবে 'আবিষ্কার' করেছিলেন তিনি। ৭৭ বছর বয়সে তার জীবনপ্রদীপ নিভে গেছে।

মঙ্গলবার মারা গেছেন অরেলিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো তার মৃত্যুর খবর দিয়েছেন। তিনি লিখেছেন, 'বৈশ্বিক প্রশিক্ষণের অন্যতম সেরা প্রতীক (অরেলিও) আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কর্মের প্রভাব চিরকাল টিকে থাকবে।'

কৃতজ্ঞতা জানিয়ে ৪০ বছর বয়সী ফরোয়ার্ড যোগ করেছেন, 'আমার ও আরও অনেক খেলোয়াড়ের জন্য তিনি যা করেছেন, সেটার জন্য আমি আজীবন ধরে কৃতজ্ঞ থাকব। জনাব অরেলিও, সবকিছুর জন্য আপনাকে চিরকালীন ধন্যবাদ। শান্তিতে ঘুমান।'

নতুন খেলোয়াড় খুঁজে বের করে আনা ও তাদের প্রশিক্ষণের জন্য ১৯৮৮ সালে স্পোর্তিংয়ে একটি স্বতন্ত্র বিভাগ চালু করেন অরেলিও। পর্তুগালের ইতিহাসের কয়েকজন সেরা খেলোয়াড়ের উন্নতির পেছনে তার ছিল অসামান্য ভূমিকা।

শুধু রোনালদো নয়, লুইস ফিগো, নানি, সিমাও ও রিকার্দো কুয়ারেসমার মতো ফুটবলারদেরও 'আবিষ্কারক' অরেলিও। ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী পর্তুগালের স্কোয়াডের মোট ১০ জনকে তরুণ প্রতিভা হিসেবে খুঁজে বের করেছিলেন তিনি।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, 'অরেলিও পেরেইরার মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমাদের ইতিহাসের সেরা কিছু খেলোয়াড়ের "আবিষ্কারক" হিসেবে দীর্ঘমেয়াদী প্রভাব ছাড়াও একজন দয়ালু ব্যক্তি হিসেবে তিনি ইতিহাসের পাতায় থাকবেন, যিনি ভালো আচরণ করতেন এবং সর্বদা আমাদের প্রতিভাদের সুরক্ষা দিতেন।'

২০১২ সালে স্পোর্তিংয়ের একাডেমির মূল মাঠের নামকরণ করা হয় অরেলিওর নামে। চার বছর পর উয়েফার 'অর্ডার অব মেরিট' পুরস্কার পেয়েছিলেন তিনি। কোচিং ও স্কাউটিংয়ে নাম লেখানোর আগে তিনি ক্লাব ফুটবল খেলেছেন স্পোর্তিং ও বেনফিকার হয়ে।

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

3h ago