'ছোট ছোট অনেক ফাউলই এমবাপের লাল কার্ডের সূত্রপাত'

লা লিগায় দিপোর্তিভো আলাভেসের বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কমায় দলটি। তবে ম্যাচে সহিংস এক ট্যাকলের কারণে লাল কার্ড দেখেছেন রিয়ালের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। সহকারী কোচ দাভিদে আনচেলত্তি বলেন, এমবাপের ওপর ধারাবাহিকভাবে ছোট ছোট ফাউলের কারণেই এমন প্রতিক্রিয়া এসেছে।

এদিন ম্যাচের প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে এমবাপে ফাউল করলে শুরুতে প্রথমে তাকে হলুদ কার্ড দেখানো হয়, তবে ভিএআর পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি লাল কার্ড দেখান।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে দাভিদে আনচেলত্তি বলেন, 'কিলিয়ান মোটেও সহিংস মানুষ নয়। সে তার ভুল বুঝতে পেরেছে এবং দুঃখও প্রকাশ করেছে। এটা অবশ্যই লাল কার্ডের মত অপরাধ ছিল এবং সে তার ফল ভোগ করেছে।'

এমবাপের লাল কার্ড দেখার কারণ ব্যাখ্যা করে বলেন, 'আমি মনে করি, তার বিরুদ্ধে বারবার ছোট ছোট ফাউল হওয়ার কারণে সে এমন প্রতিক্রিয়া দেখিয়েছে, যদিও সেটা ভুল ছিল। আমি একে সমর্থন করছি না, কিন্তু এমনটা হওয়ার এটাই কারণ বলে মনে করি।'

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে দলটি ৩-০ ব্যবধানে হেরেছে, এই জয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবে তারা। ম্যাচের ৩৪তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার দুর্দান্ত একটি বাঁকানো শট থেকে কাঙ্ক্ষিত গোলটি আসে।

তবে দ্বিতীয়ার্ধে কিছুটা চাপে পড়ে যায় রিয়াল। অবনমন অঞ্চলে লড়াই করা আলাভেস বেশ কিছু সুযোগ তৈরি করে, গোলমুখে শটও বেশি নেয়। এমনকি বল দখলেও এগিয়ে ছিল তারা। তবে রিয়ালের রক্ষণভাগ একযোগে লড়াই করে ছোট ব্যবধানের লিড ধরে রাখে। ৭০তম মিনিটে রিয়ালের বদলি খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের ওপর একটি বিপজ্জনক ফাউলের কারণে ১০ জনে পরিণত হয় আলাভেসও।

'এই জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। ম্যাচে যা ঘটেছে, তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। তবুও জয় পাওয়া আমাদের বুধবারের ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে,' বলেন দাভিদে আনচেলত্তি।

উল্লেখ্য, কার্লো আনচেলোত্তির ছেলে ও সহকারী কোচ দাভিদে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেন। কারণ গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে পঞ্চম হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন প্রধান কোচ কার্লো আনচেলোত্তি।

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

9h ago