চুরির অপবাদে শিশুকে মারধর, ৩ নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অপবাদ দিয়ে এক শিশুকে মারধর এবং তার সঙ্গে থাকা তিন নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার রাতে আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজারের এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত 'চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোর'-এর সামনে এ ঘটনা ঘটে। সড়ক বাজার এলাকার দুই ব্যবসায়ী—সুমন দাস ও মো. রাব্বির বিরুদ্ধে এই কাজ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা থানায় অভিযোগ দেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক শিশুসহ তিনজন নারী ওই দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেসময় শিশুটি দোকানের বাইরে থাকা একটি পার্টস হাত দিয়ে ধরেন। এটি দেখে সড়ক বাজারের মেসার্স এসএম ইলেকট্রিক কর্ণারের মালিক সুমন দাস এগিয়ে গিয়ে শিশুটিকে চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন। এরপর তার পাশের দোকানি মো. রাব্বি শিশুটির সঙ্গে থাকা বোরকা পরিহিত তিন নারীকে আটকে জোরপূর্বক তাদের মাথার কাপড় খুলে চুল কেটে দেন। শুধু তাই নয়, তারা দুজনে মিলে শিশুসহ দুজন নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে পিটিয়ে আহত করেন। সেই সময় ঘটনাস্থলে সাধারণ মানুষ জড়ো হয়ে ভিডিও ধারণ করেন। পরে তারা আসল ঘটনা জানতে পেরে বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং বিষয়টি থানায় অবহিত করেন।

এরপর আজ সকালে স্থানীয়রা আখাউড়া থানার সামনে জড়ো হয়ে অমানবিক এ কাজের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি জানান।

জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় আনতে ইতোমধ্যে পুলিশের অভিযান চলমান। ঘটনার ভিডিও ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago