চীন

বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর উদ্বোধন জুনে

জুনে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর। ছবি: চায়না ডেইলি/এএনএন নেটওয়ার্ক
জুনে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর। ছবি: চায়না ডেইলি/এএনএন নেটওয়ার্ক

জুনে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর উদ্বোধন করতে যাচ্ছে চীন। বিশেষজ্ঞদের মতে, এটা চীনের অসামান্য প্রকৌশল-দক্ষতার সর্বশেষ নিদর্শন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ নামের সেতুটির নির্মাণকাজ প্রায় শেষের পথে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌউ প্রদেশের ওই সেতু নদীর পৃষ্ঠ থেকে দুই হাজার ৫১ ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে।

এই সেতুটি বর্তমান রেকর্ডধারী ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে ৯৪৭ ফুট বেশি উচ্চতায় নির্মাণ করা হচ্ছে।

জুনে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর। ছবি: চায়না ডেইলি/এএনএন নেটওয়ার্ক
জুনে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর। ছবি: চায়না ডেইলি/এএনএন নেটওয়ার্ক

গুইঝৌ প্রদেশ চীনের অন্যতম পার্বত্য অঞ্চল। এতদিন সেখানে যাতায়াত খুবই দুরূহ ছিল। এই সেতুটি অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল হুয়াজিং গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়ে গেছে, যার অপর নাম 'আর্থ ক্র্যাক (পৃথিবীর ফাটল)'।

বেশ কিছুদিন ধরেই চীনের প্রশাসন দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নের দিকে জোর দিয় আসছে, বিশেষত, অপেক্ষাকৃত কম উন্নত পার্বত্য অঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ ব্যবস্থা নির্মাণের দিকে।

গুইঝৌ প্রদেশ শেনজেন থেকে ৮০০ মাইল পশ্চিমে অবস্থিত।

এ কারণে, শুধু নতুন রেকর্ড সৃষ্টিই নয়, এই সেতু কার্যকর হলে ওই অঞ্চলে সড়ক পথে গাড়ি-ট্রাকের যাতায়াত অনেক সহজ হবে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম শিন হুয়া জানিয়েছে, হুয়াজিং গ্র্যান্ড ক্যানিয়ন পারাপার হতে কেহন দুই ঘণ্টা সময় লাগে, যা সেতু নির্মাণের পর কমে মাত্র এক মিনিটে নেমে আসবে।

২০২২ সালের ১৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল এবং ২০২৫ সালের ৩০ জুন এটি শেষ হবে। ওই স্টিল ট্রাস সাসপেনশন সেতুর মোট দৈর্ঘ্য নয় হাজার ৪৮২ ফুট।

জুনে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর। ছবি: চায়না ডেইলি/এএনএন নেটওয়ার্ক
জুনে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর। ছবি: চায়না ডেইলি/এএনএন নেটওয়ার্ক

সব মিলিয়ে এই ইস্পাতের ওজন ২২ হাজার টন, যা তিনটি আইফেল টাওয়ারের সমতুল্য।

গুইঝৌ হাইওয়ে গ্রুপের চিফ ইঞ্জিনিয়ার ঝাং শেংলিন রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম চায়না ডেইলিকে বলেন, 'বর্তমানে সেতুর ৯৫ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে যানবাহন চলাচলের জন্য এটা খুলে দেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago