মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ‘সন্তুষ্ট নন’ পলিটেকনিক শিক্ষার্থীরা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

৬ দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীদের ১৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি শাখা) রেহানা ইয়াসমিন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, 'আমরা মন্ত্রণালয় থেকে কোনো অফিসিয়াল কাগজপত্র বা তাদের কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ দেখিনি। তারা প্রতিটি বিষয়ের অগ্রগতি আটকে রেখেছেন।'

'আজকের আলোচনা ফলপ্রসূ হয়নি। আমাদের ছয় দফা দাবি আদায়ে শিগগির নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব,' বলেন তিনি।

'কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়' নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দাবিতে গতকাল ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলার প্রধান সড়ক-মহাসড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

সন্ধ্যায় তারা সারাদেশে রেল অবরোধের ঘোষণা দেন।

আজ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসে 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ'র প্রতিনিধিরা। এই বৈঠককে কেন্দ্র করে তারা রেল অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

43m ago