‘জংলি’র হল বেড়ে ৩০

'জংলি' সিনেমার পোস্টারে সিয়াম। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত জংলি সিনেমার হল সংখ্যা বাড়ানো হলো। মুক্তির ১৯তম দিনে এসে সিনেমাটির হল সংখ্যা বেড়ে হয়েছে ৩০।

সিনেমাটির প্রযোজক জাহিদ হাসান অভি দ্য ডেইলি স্টারকে বলেন, 'জংলি একটি পারিবারিক সিনেমা। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা। যত দিন যাচ্ছে ততই দর্শকদের কাছ থেকে সাড়া বাড়ছে।'

তিনি আরও বলেন, 'আশা করছি আগামী সপ্তাহে আরও বাড়বে হল সংখ্যা। হল সংখ্যা দ্বিগুণ হতে পারে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সব হলে এখন পর্যন্ত ৭০ থেকে ৮০ ভাগ দর্শক হচ্ছে, এটাও আশার কথা।'

জংলি এ পর্যন্ত কত টাকার টিকিট বিক্রি করেছে জানতে চাইলে তিনি বলেন, 'আজ পর্যন্ত আড়াই কোটি (গ্রস কালেকশন) টাকার টিকিট বিক্রি হয়েছে। দুই দিন আগে ছিল দুই কোটি ছয় লাখ টাকার মতো। এক সপ্তাহ পর আরও বাড়বে।

এদিকে আগামী ২৫ এপ্রিল থেকে জংলি নয়টি দেশে মুক্তি পেতে যাচ্ছে।

প্রযোজক বলেন, 'ধীরে ধীরে বিশ্বের যেসব দেশে বাংলাভাষী মানুষ আছেন, সেসব দেশে জংলি মুক্তি পাবে। দেশের বাইরেও সিনেমাটির চাহিদা আছে।'

জানতে চাইলে সিয়াম আহমেদ বলেন, 'সবসময় বলে আসছি জংলি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। মুক্তির পর থেকে আজ পর্যন্ত বেশ ভালো যাচ্ছে।'

জংলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মুক্তির সময় সিনেমাটির হল সংখ্যা ছিল ছয় থেকে নয়টি। দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা দাঁড়ায় ১৮। তবে শুক্রবার থেকে ৩০ হলে চলছে জংলি।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

51m ago