পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম  ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ করেছেন। তার নিজের নামে ছাড়াও জয়, পুতুল, রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ করা হয়েছে।

পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ মামলায় হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গত ১০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।

ঢাকাসহ দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ মে'র মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

 

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

3h ago