লিটন-এনামুলের রেকর্ড ভাঙলেন জাওয়াদ-আজিজুল

ছবি: দ্য পাপারে

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নিলেন ডানহাতি পেসার আল ফাহাদ। তার তোপে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল আটকে গেল সাদামাটা পুঁজিতে। লক্ষ্য তাড়ায় রেকর্ড ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেন জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম। এতে অনায়াস জয় তুলে ছয় ম্যাচের সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সোমবার কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে একপেশে লড়াইয়ে ৯ উইকেটে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। টস জিতে আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২১১ রানে অলআউট হয় লঙ্কানরা। জবাবে মাত্র ১ উইকেট খুইয়ে জাওয়াদের সেঞ্চুরি ও আজিজুলের ফিফটিতে সফলভাবে রান তাড়া করে বাংলাদেশ। তখনও বাকি ছিল ইনিংসের ৯৩ বল।

জাওয়াদ ও আজিজুল ভেঙে দিলেন ১৩ বছরের পুরনো কীর্তি। যুব ওয়ানডেতে তাদের ১৮০ রানের জুটিই এখন দ্বিতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল লিটন দাস ও এনামুল হক বিজয়ের দখলে। তারা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে যোগ করেছিলেন ১৭৯ রান।

ওপেনার জাওয়াদের ব্যাটে উড়ন্ত শুরুর পর পঞ্চম ওভারে ভাঙে যুবা টাইগারদের উদ্বোধনী জুটি। দলীয় ৩৫ রানে বিদায় নেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি। তিনি ক্যাচ দেওয়ার আগে করেন ১৪ বলে ৫ রান।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতেই খেলা শেষ করে দেয় বাংলাদেশ। ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার জাওয়াদ। তিনি অপরাজিত থাকেন ১৩০ রানে। ১০৬ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ১৪ চার ও ৬ ছক্কা। অধিনায়ক আজিজুল তিনে নেমে ৮৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৬৯ রান।

যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন জাওয়াদ। সবার উপরে আছেন পিনাক ঘোষ। তিনি ২০১৫ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫০ রান করেছিলেন।

এর আগে ফাহাদ করেন আগুনঝরা বোলিং। ৯.৫ ওভারে ৪৪ রান খরচায় তিনি পান ৬ উইকেট। যুব ওয়ানডেতে ৬ উইকেট শিকার করা বাংলাদেশের প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার তিনি। এর আগে ২০১৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সঞ্জিত সাহা ১৫ রানে ৬ এবং ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে মাহফুজুর রহমান রাব্বি ২৯ রানে ৬ উইকেট নেন।

প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৯৮ রানে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার ৬ উইকেটে ২৪১ রানের জবাবে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র ১৪৩ রানে। একই ভেন্যুতে আগামী বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

Comments

The Daily Star  | English

Govt looking to defuse trade tensions with India

Bangladesh does not want any further escalation in tension with India, as the recent retaliatory moves are affecting bilateral trade and both countries’ businesses.

7h ago