মরিনহোর মতো ইনজাগির ইন্টারও পারবে বার্সাকে হারাতে, প্রত্যাশা লুসিওর

সবশেষ ২০০৯-১০ মৌসুমে সাবেক কোচ জোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইন্টার মিলান। সেবারও সেমি-ফাইনালে দলটি মুখোমুখি হয়েছিল বার্সেলোনার। ন্যু ক্যাম্পে হারলেও ঘরের মাঠের বড় জয়ে শেষ পর্যন্ত ফাইনালে খেলেছিল নেরাজ্জুরিরাই। এবারও তেমন কিছুর প্রত্যাশা ইন্টার কিংবদন্তি লুসিওর। 

মরিনহোর সেই ঐতিহাসিক ট্রেবল জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লুসিও। সেবার সেমিফাইনালে তারা হারিয়েছিলেন পেপ গার্দিওলার বার্সেলোনাকে। তখন সান সিরোতে প্রথম লেগে ইন্টার ৩-১ গোলে জয় পেয়েছিল। দ্বিতীয় লেগে বার্সেলোনায় ১-০ গোলে হেরে গেলেও মোট ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠে তারা।

মন্তুজুইকে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার মিলান। লুসিওর বিশ্বাস, সিমোনে ইনজাগিও বার্সেলোনায় মরিনহোর মতো একটি রাত পাওয়ার যোগ্য। একই সঙ্গে নেরাজ্জুরিদের দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি।

'বার্সেলোনায় মরিনহোর মতো একটি রাত পাওয়ার যোগ্য ইনজাগি। আমি এখনো মনে করি ম্যাচ শেষে মরিনহোর দৌড়—ওটা তার কৃতিত্বের নিদর্শন ছিল। আমি চাই ইনজাগিও তেমন একটি রাত পাক। সে যেভাবে পরিশ্রম করছে, তা সে প্রাপ্য,' বলেন লুসিও।

তবে ইনজাগির ইন্টার সাম্প্রতিক সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিনটি ম্যাচে হেরেছে। তাতে এক সপ্তাহ আগে ট্রেবল জয়ের সম্ভাবনায় থাকা দলটি এখন শিরোপাশূন্য থাকার শঙ্কায়। তবে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের পারফরম্যান্স আশা দেখাচ্ছে লুসিওকে।

ইন্টারের রক্ষণের প্রশংসা করে এই ব্রাজিলিয়ান বলেন, 'বার্সেলোনার আক্রমণভাগ সত্যিই ভয়ঙ্কর—তারা যেকোনো জায়গা থেকে সুযোগ তৈরি করতে পারে। তবে ইন্টারের রক্ষণভাগ, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে, অসাধারণ। প্রতিটি ম্যাচ আলাদা, কিন্তু এই ইন্টার দলে এমন কৌশলগত জ্ঞান আছে যা তাদের সংগঠিতভাবে রক্ষণভাগ সামলাতে সাহায্য করে।'

'তাদের সেন্টার-ব্যাকরা শারীরিকভাবে শক্তিশালী, দলগত মনোযোগ ও জয়ের ক্ষুধা তাদের সামনে এগিয়ে নিচ্ছে। রক্ষণ থেকে বল বের করে দ্রুত আক্রমণে যাওয়ার দক্ষতা আছে—বিশেষ করে বাস্তোনির ক্ষেত্রে এটা স্পষ্ট,' যোগ করেন লুসিও।

বাস্তোনির পাশাপাশি ডেনজেল ডামফ্রিসের কথাও উল্লেখ করেন তিনি, 'ডামফ্রিসও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে—তাকে আক্রমণ ও রক্ষণ উভয়দিকেই দায়িত্ব নিতে হবে। বার্সেলোনার বিপক্ষে খেললে প্রতিটি ব্যক্তিগত দ্বৈরথ জিততে হয়। আমি কোনো পূর্বাভাস দিতে চাই না, কিন্তু ইন্টারও বার্সার মতোই গৌরবময় দল। দুই দলই সমান জায়গা থেকে শুরু করছে। ইন্টার জয়ের জন্য যা দরকার, সবকিছুই আছে।'

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

8h ago