শাহ আমানত দিয়ে শিগগির কার্গো ফ্লাইট চালু হবে: বেবিচক চেয়ারম্যান

বুধবার বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল ও কার্গো ওয়ারহাউস পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শিগ্গিরই কার্গো ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বুধবার বিকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল ও কার্গো ওয়ারহাউস পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

এ সময় বেবিচকের প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন, চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো প্রতিনিধি, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রতিনিধি, বিমানবন্দর কাস্টমস প্রতিনিধি ও বেবিচকের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কার্গো অপারেশনের উন্নয়নে বেবিচক চেয়ারম্যান রপ্তানি কার্গো রিসিভ এরিয়া সম্প্রসারণ, নতুন শেড নির্মাণ, অচল কোল্ড স্টোরেজ মেরামত, নতুন দুটি ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন এবং ওয়াক থ্রো মেটাল ডিটেক্টর কেনার কথা জানান। এসময় তিনি সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিদের মতামত শোনেন এবং তাদের বিভিন্ন অসুবিধার খোঁজ নেন।

পরে তিনি বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজ ও যাত্রী টার্মিনাল ভবন পরিদর্শন করেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে বিমানবন্দর সংশ্লিষ্ট সিভিল এভিয়েশন, বিমান বাহিনী, বাংলাদেশ বিমান, কাস্টমস, ইমিগ্রেশনসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ায় কার্গো পরিবহনের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে হবে।

Comments

The Daily Star  | English

BGMEA wants 3-month window from India to clear pending shipments

The association urges the interim government to send a letter to India seeking the opportunity

5h ago