নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ শুরু, ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। এখন বক্তব্য রাখছেন দলটির মহানগর ও জেলা পর্যায়ের নেতারা।

এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্বপালন করতে দেখা গেছে।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশ শুরুর অনেক আগেই নয়াপল্টন বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। সমাবেশের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা। পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও গণসংগীত।

সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের মাথায় লাল, সবুজ, কালো, সাদা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি চলছে স্লোগান, ঢাক-ঢোলের শব্দ ও দলীয় সংগীত।
Comments