জামায়াত নেতাকে হুমকি দেওয়ায় উপজেলা বিএনপি নেতাকে শোকজ

আনিছুর রহমান | ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে জামায়াত নেতাকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে দল থেকে শোকজ করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কোয়কোবাদ স্বাক্ষরিত নোটিশের জবাব দিতে তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।

ওই জামায়াত নেতা হলেন রুবেল মিয়া। তিনি জামায়াতের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের রাজারহাট উপজেলার ইউনিটের বায়তুলমাল সম্পাদক।

আনিছুর রহমানের ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রুবেল মিয়া বলেন, 'কোনো কারণ ছাড়াই বিএনপি নেতা আনিছুর রহমান তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমাদের দল জামায়াত সম্পর্কে আজেবাজে মন্তব্য করেছেন।'

'বিষয়টি আমি দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করেছি। নেতাদের সঙ্গে পরামর্শ করছি। ওই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি,' বলেন তিনি।

আনিছুর রহমান বলেন, 'জামায়াত নেতা রুবেল মিয়া আমাদের দল বিএনপি ও আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে কুরুচিপুর্ণ মন্তব্য করেছেন। এটা আমাদের দলের কর্মীরা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ কারণে আমি সবাইকে নিয়ে ওই জামায়াত নেতাকে শাসিয়েছি।'

তিনি বলেন, 'এভাবে কথা বলা ঠিক হয়নি। কিন্তু আমাদের দলের লোকজন চরমভাবে ক্ষিপ্ত হওয়ায় পরিস্থিতি বেগতিক হয়েছিল। এ কারণে আমাকে এভাবে কথা বলতে হয়েছে।'

'জেলার নেতারা আমাকে শোকজ করেছেন। আমি শোকজের জবাব দেবো,' যোগ করেন তিনি।

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব বলেন, 'আনিছুর রহমানকে নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
NCP protest at Baitul Mukarram demanding AL ban

NCP rally underway at Baitul Mukarram demanding AL trial, ban

The rally, organised by the Dhaka metropolitan unit of the NCP, began at 3:00pm

2h ago