চিকিৎসা পেয়ে বনে ফিরলো আহত হাতিটি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি আহত হাতিকে চিকিৎসা শেষে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মধুটিলা রেঞ্জে মাদি হাতিটিকে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়। হাতিটির বয়স ১০ বছর।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'গত প্রায় ১৫ দিন আগে এলাকাবাসী আহত হাতি দলছুট হয়ে
ঘুরাফেরা করতে দেখেছিল। পরবর্তীতে গত তিন দিন আগে হাতিটিকে নালিতাবাড়ীর দাওধারা কাটাবাড়ি এলাকায় দেখা যায়।'
'এরপর থেকে বন বিভাগের কর্মকর্তারা হাতিটিকে নজরে রেখেছিল। বৃহস্পতিবার সকালে আটক করা হয় এবং চার সদস্যের মেডিকেল টিম হাতিটিকে চিকিৎসা দেয়। দুই ঘণ্টাব্যাপী চিকিৎসা শেষে হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে,' বলেন রেঞ্জ কর্মকর্তা।
দেওয়ান আলী আরও বলেন, 'সম্ভবত মাস তিনেক আগে হাতিটি বল্লমের আঘাতে আহত হয়েছিল। এরপর সে দলছুট হয়ে পড়ে।'
মেডিকেল টিমে ছিলেন—গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ীর ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর এবং টেকনিশিয়ান মো. আতিকুল ইসলাম ভূঁইয়া ও মো. মোস্তফা কামাল।
এ সময় বন কর্মকর্তা মো. শাহীন কবির, সুমন সরকার, মো. আব্দুল্লাহ আল আমিন, মো. কাউছার হোসেন ও বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments